ডিএনসিসি নির্বাচন : জাপার প্রার্থী ছাড়া মেয়র পদে সবার মনোনয়নপত্র বৈধ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ে শুরুতে ডিএনসিসিতে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
বাতিল করে দেয়া হয় জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র। জানা যায়, তিনি সিটি করপোরেশন এলাকার ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে, বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড়ের কারণে প্রার্থীদের সতর্ক করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। তিনি বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনের এই ক্ষমতাও আছে, আচরণবিধি বেশি লঙ্ঘিত হলে কমিশনকে লিখব। আর কমিশনের আপনাদের মনোনয়ন বাতিল করার ক্ষমতা আছে।’
ডিএনসিসিতে বৈধ মেয়রপ্রার্থী
ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো: ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো: আনিসুর রহমান দেওয়ান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।