ডা. মঈনকে জাতীয় বীরের মর্যাদা দেয়ার দাবি

April 15 2020, 15:00

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মো: মঈন উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. একেএম ওয়ালী উল্লাহ শোক প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরুহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ডা. মঈন উদ্দিন। এনডিএফ ডা. মঈন উদ্দিনকে জাতীয় বীরের মর্যাদা দিতে সরকারের কাছে দাবি করছে। নেতৃদ্বয় একই সাথে সারা দেশের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।