ডাকসু ভিপিকে ক্যাম্পাসে দাঁড়াতেই দিচ্ছে না মুক্তিযুদ্ধ মঞ্চ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নূরুল হক নুরকে ঢাবি ক্যাম্পাসে দাঁড়াতেই দিচ্ছে না মুক্তিযুদ্ধ মঞ্চ। এ ব্যাপারে নুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেখানেও থানার বাইরে অবস্থায় নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
ভারতে এনআরসি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার বিকেলে সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ঢাবি ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে সেখানে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। হামলায় নুরসহ সংগঠনটির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে আজ বুধবার দুপুরে তারা আবারো কর্মসূচি পালন করার চেষ্টা করলে মুখোমুখি অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ।
আজ বুধবার দুপুরে ক্যাম্পাসে সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকির ব্যাপারে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় অভিযোগ করতে যান ভিপি নুর। একই সময় থানার বাইরে অবস্থান নেন সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।
রমনা জোনের ডিসি আশরাফুল আজিম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নিবেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বললে তারা সাথে সাথে অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন।
এ ব্যাপারে জানতে চাইলে নুর বলেন, ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে আমরা মঙ্গলবার বিকেলে একটি কর্মসূচি পালনকালে মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরে আজ বুধবার দুপুরে তারা আবার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। ভিসির কাছে অভিযোগ জানাতে গেলে তারা লাঠি, রড, হকিস্টিক দিয়ে আমাদের ওপর হামলা চালানোর হুমকি দেয়। পরে নিরাপত্তা চেয়ে আমরা শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি।
তিনি বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের পদক্ষেপ জেনে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।
অন্যদিকে ছাত্র অধিকার আন্দোলনকে রাষ্ট্রবিরোধী সংগঠন আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে লাঠি মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। টিএসসির রাজু ভাস্কর্যে মানববন্ধন শেষে পরে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মিছিলে লাঠি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, গতকাল মঙ্গলবার তাদের উপর নুরের সহযোগীরা হামলা চালিয়েছে। তাই আত্মরক্ষার্থে তারা সাধারণ লাঠি ব্যবহার করেছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রবিরোধী সংগঠন সাধারণ ছাত্র অধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তারা রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়নে ক্যাম্পাসে তৎপরতা চালাচ্ছেন।