ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মো. রাজিবুল (২৬) উপজেলার আমগাঁও গ্রামের বদিরুল ইসলামের ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, ভোরে উপজেলার বেতনা এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের কাদিরগঞ্জ ক্যাম্পের টহল দল রাজিবুলকে লক্ষ্য করে গুলি করে এবং গুরুতর আহত অবস্থায় সীমান্তের এপারে ফেলে যায়। সকালে বিজিবি টহল দল আহত অবস্থায় রাজিবুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, নিহত রাজিবুলের পেটে গুলি লেগেছিল।