ঠাকুরগাঁওয়ে দরিদ্রদের মাঝে গরুর বাছুর বিতরণ

October 22 2020, 10:09

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় করোনা সংক্রমণে কর্মহীন হয়ে পরা অসহায় ও দরিদ্র ১৫টি পরিবারের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

বিজিএমসি’র সাবেক পরিচালক মোহাম্মদ মজিরুল ইসলামের উদ্যোগে কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারে সহায়তা করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এসব বাছুর হস্তান্তর করেন।
এ সময় ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ব্যবসায়ী মাহাবুবর আলম উপস্থিত ছিলেন।