ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ২ সরকারি কর্মচারী নিহত

January 11 2021, 07:42

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে পীরগঞ্জ জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম।

নিহতরা হলেন—ঠাকুরগাঁও জেলা জর্জশিপের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশকালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় এক মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হন।

দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দুর্ঘটনার কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলেও তিনি জানান।