ট্রাম্প-বাইডেনের চোখ এখন পেনসিলভেনিয়াতে

PHILADELPHIA, PENNSYLVANIA - NOVEMBER 04: National Guard soldiers patrol the streets of Philadelphia the morning after Americans voted in the presidential election on November 04, 2020 in Philadelphia, Pennsylvania. With no winner declared in the presidential election last night, all eyes are on the outcome in a few remaining swing states to determine whether Donald Trump will get another four years or if Joe Biden will become the next president of the United States. The counting of ballots in Pennsylvania continued through the night with no winner yet announced. Spencer Platt/Getty Images/AFP == FOR NEWSPAPERS, INTERNET, TELCOS & TELEVISION USE ONLY ==
আগামী চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউজে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আর কয়েক ঘণ্টার মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ১০ কোটির বেশি ভোটার আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সুইং স্টেট মিশিগান ও উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলেছেন জো বাইডেন। ভোট গণনার শুরু থেকে এই দুই অঙ্গরাজ্যে এগিয়ে ছিলেন ট্রাম্প। দুই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট যথাক্রমে ১৬ এবং ১০টি করে।
এখন রিপাবলিকান দলীয় প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডের চোখ পেনসিলভেনিয়ার দিকে। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ২০টি। প্রেসিডেন্ট হতে হলে এই আসনে জয় ছাড়া পথ নেই ডোনাল্ড ট্রাম্পের।
অবশ্য পেনসিলভেনিয়াতে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটরা। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে থাকলেও এ অঙ্গরাজ্যের ভোট গণনাও তাদের পর্যবেক্ষণে রয়েছে।
এমন পরিস্থিতিতে বাইডেনের এক উপদেষ্টা জানিয়েছেন, আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং আশা করছি শেষটা আমাদের অনুকূলে আসবে।
ডেমোক্র্যাটদের মধ্যে নির্বাচনে আত্মবিশ্বাস ফেরা কারণ হিসেবে দেখা যাচ্ছে-ব্যাটেলগ্রান্ড স্টেটে উইসকনসিনে জেতার সম্ভাবনা। এছাড়া মিশিগান রাজ্যেও তারা এগিয়ে; এখানে তারা এগিয়ে ‘মেল ইন’ ভোটে।
বাইডেনের একজন শীর্ষ উপদেষ্টা জয়ের ব্যাপার আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী, আজকে আমরা জয়ী হচ্ছি।
এদিকে বাইডেন সমর্থকদের ভোট গণনার শেষ পর্যন্ত ধৈর্য্য ধরতে বলেছেন। অন্যদিকে ভোটের ফলাফলে জালিযাতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
তবে ভোটের ফলাফলে হতাশ-তা সম্পূর্ণ অস্বীকার করেছেন-ট্রাম্পের কাছের এক কর্মকর্তা। তিনি বলেন, আমি মনে করি আমরা এখনও জিতব।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২৩৮টি ইলেকটোরাল ভোটে এগিয়ে বাইডেন এবং ট্রাম্প এগিয়ে ২১৩টিতে। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ২৭০টি।