ট্রাম্প তখন কী করছিলেন?

November 08 2020, 09:02

নির্বাচনে পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একজন প্রেসিডেন্ট কী করছিলেন? যখন বিশ্ববাসীর নজর সেদিকে।

যদি ব্যক্তিটি হয় ডোনাল্ড ট্রাম্প, তাহলে উত্তর গলফ খেলছিলেন।

পেনসিলভেনিয়াসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলো থেকে যখন ভোটের ফল আসতে শুরু করলো, ঠিক সে সময় শনিবার (০৬ নভেম্বর) সকালে হোয়াইট হাউজ ত্যাগ করেন ট্রাম্প।

আর বিশ্ব সংবাদমাধ্যমগুলো যখন ব্রেকিং নিউজে জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করছিল, সে সময় ট্রাম্প ভার্জিনিয়ার স্টারলিংয়ে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে গলফ খেলছিলেন।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হলেও আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত মসনদে থাকছেন ডোনাল্ড ট্রাম্প। যাবতীয় আনুষ্ঠানিতা শেষেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন জো বাইডেন।