টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

July 21 2020, 05:17

টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দায় মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়েছেন। নিহত ট্রাক চালকের নাম আক্তার হোসেন (৪০)। তিনি বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের মৃত আশরাফ হোসেন শেখের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী গম বোঝাই একটি ট্রাক ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের ভিতর আটকা পড়ে চালক আক্তার হোসেন ঘটনাস্থরেই মারা যান।
নিহতের লাশ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে ট্রাকের হেলপার মো: আসাদুলকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।