টসে জিতে ব্যাট করবে জিম্বাবুয়ে

February 22 2020, 03:48

বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। আজ মিরপুরে এই টেস্ট ম্যাচ শুরু হচ্ছে।

দুই দলে যারা রয়েছেন :
বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হোসাইন, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসাইন, নাইম হাসান।
জিম্বাবুয়ে : প্রিন্স মাসাভারু, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেনডান টেলর, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াচি, আইসলে নলভু, চার্লটন তশুমা।