টঙ্গীতে কথিত প্রেমবঞ্চিতদের ব্যতিক্রমধর্মী কর্মসূচি

February 15 2020, 01:59

টঙ্গীতে বিশ্ব ভালোবাসা দিবসে কথিত প্রেমবঞ্চিত একদল তরুণ গতকাল শুক্রবার দুপুরে ‘প্রেম-বঞ্চিত সংঘ’ এমন ব্যানারে মিছিল নিয়ে বের হয়। তাদের স্লোগান ছিল ‘কেউ পাবে- কেউ পাবে না, তা হবে না; তা হবে না। দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়। প্রেম করে বাঁচতে চাই। প্রেমের নামে প্রহসন বন্ধ কর; করতে হবে। টঙ্গী সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদণি করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদণি শেষে আবার কলেজ সভামঞ্চে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, প্রেমবঞ্চিত সংঘের সংগঠক তাওহিদ কবির, আরিফুজ্জামান, শাওন মিয়া, আরিফ শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কিছু কিছু ছেলেমেয়ে একসাথে একাধিক প্রেম করছে। এতে সামাজিক অবয় ও প্রতারণর শিকার হচ্ছে প্রেমিক-প্রেমিকারা। এ জন্য প্রেমের বাজারে প্রকৃত প্রেমিক-প্রেমিকা সঙ্কট দেখা দিয়েছে। আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি। বক্তারা প্রেমের নামে অশ্লীলতা বন্ধসহ কয়েক দফা দাবি পেশ করেন।