ঝিনাইদহে ট্রাক্টর চাপায় তিন বরযাত্রী নিহত
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টর চাপায় বরযাত্রী তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাটিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিবাহ উপলক্ষে নাটিমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে মোটর সাইকেলযোগে ৩ বরযাত্রী যাওয়ার সময় জাগুসা-নাটিমা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বর রনি মিয়ার ভগ্নিপতি নেহালপুর গ্রামের নজু (৫০), মান্দারতলা গ্রামের জয়নালের ছেলে ছাব্বির (২৫) ও চাকলা গ্রামের রফিক (৩০) ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানা পুলিশের ওসি মোর্শেদ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।