জয়পুরহাটে ১৪ বস্তা সরকারি চালসহ যুবক আটক

April 18 2020, 13:54

জয়পুরহাটে ১৪ বস্তা সরকারি চালসহ রানা মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার কালাই উপজেলার মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রামে ওই যুবকের নিজ বাড়ি থেকে পুলিশ চালগুলো জব্দ করে।

আটককৃত রানা মিয়া উপজেলার মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে।

কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, আটককৃত রানা মিয়া সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। দীঘিপাড়া গুচ্ছগ্রামের নিজ বাড়িতে অবৈধভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন তিনি এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি অবৈধ ১৪ বস্তা চাল জব্দ করে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।