জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৬১ জন জেলে

October 23 2019, 05:29

জয়পুরহাটে রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসা বিএনপি-জামায়াতের ৬১ জনকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার জয়পুরহাটের আমলী আদালতের ক অঞ্চলে আসামিরা জামিনের আবেদন করলে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন

মামলার আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর হরতাল চলাকালীন সময়ে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউপির হালট্টির গ্রামের ট্রাজেডি ঘটনায় জামায়াত-বিএনপির পাঁচজন মারা যান। এঘটনায় পুলিশ বাদি হয়ে ওই দিনই জয়পুরহাট সদর থানায় ৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা মঙ্গলবার জামিনের জন্য আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।

জানা যায়, এ মামলার আসামিদের অধিকাংশই এলাকার সাধারণ খেটে-খাওয়া মানুষ।