জেদ্দা থেকে ১৮ সেপ্টেম্বর বিমানের বিশেষ ফ্লাইট
![](https://bdpress24.com/wp-content/uploads/2020/09/biman-bg-2009140513-720x405.jpg)
করোনায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে সৌদির জেদ্দা থেকে ঢাকায় আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিমান জানায়, দুই দেশের মধ্যে দীর্ঘদিন নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের চাহিদার ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে।
এতে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করার জন্য বলা হয়েছে। সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিংকে আপলোড করতে হবে।
ভাড়া ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।