জেএসসি-জেডিসি’র ফল প্রকাশ, পাশের হার ৮৭.৯০ ভাগ

December 31 2019, 07:14

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার ২৬ লাখ ২ হাজার ৫৩ জন অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন। পাশের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এসব তথ্য জানান।

দীপু মনি বলেন, এবার মোট জিপিএ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

গত বারের চাইতে এ বছর পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। পাশের হার বেড়েছে ২ দশমিক ০৭ শতাংশ ও জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।

এবছর জেএসসিতে মোট ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন। তার মধ্যে পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন।