জামালপুরে বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

December 12 2020, 11:12

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের তমালতলা চত্বরে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী নেতা ইকরামুল হক নবীন, রকিবুল করিম, মুস্তাফিজুর রহমান বাপ্পী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মাহফুজুল আলম মুক্ত প্রমুখ।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।