জাপানে ভারী বৃষ্টিপাতে ১৮ জনের মৃত্যু

July 06 2020, 10:05

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসে রোববার ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরো অন্তত ১৬ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর সিনহুয়া’র।

১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মৃতদের অধিকাংশের বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে। হিতোয়োশিতে নয়, আশিকিতায় আট এবং সুনাগি শহরে এক জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৪ জন নিখোঁজ রয়েছে।

কুমা গ্রামে ১৬ জনের মৃত্যুও আশঙ্কা করা হচ্ছে, যাদের ১৪ জন কুমা নদী তীরবর্তী এক নার্সিং হোমে থাকতো। কুমা নদীর বন্যায় এটি তলীয়ে যায়। বাসস