জাতীয় পার্টির জামালপুর জেলা কমিটির অনুমোদন

September 02 2020, 05:21

 

জাতীয় পার্টির জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে এবং পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু’র সুপারিশে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ’কে আহ্বায়ক এবং জাকির হোসেন খান’কে সদস্য সচিব করে জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

কমিটি নিম্নরূপ: যুগ্ম আহ্বায়ক- ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ জোয়ারদার, খন্দকার হাফিজুর রহমান বাদশা, শফিকুল ইসলাম শফি, একে.এম. হামিদুর রহমান, খলিলুর রহমান, সদস্য- কাজী খোকন, অ্যাড. আনিছুর রহমান মানিক, আবুল কালাম আজাদ, আব্দুল সাত্তার, মীর সামসুল আলম লিপটন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিল, জিল্লুর রহমান বিপু, খলিলুর রহমান সিদ্দিকী, আব্দুল মালেক, আজিজুর রহমান টুলু, মাফিজুল ইসলাম মফিজ, অ্যাড. আদম শফি উল্লাহ, শেফায়েত খান সুপ্ত, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন সেলিম, শফিকুল ইসলাম মধু, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, মামুনুর রশিদ, হযরত আলী, অ্যাড. মোজাম্মেল হক, অ্যাড. আলতাফুর রহমান, অ্যাড. হাবিবুর রহমান বিপ্লব, হাসনা হেনা, লীমা বেগম, ফরিদা ইয়াসমিন, নাজমা আক্তার, ওয়াহিদা রহমান সুইটি, আকরাম হোসেন, আলী আজগর, বাবুল হোসেন , মাহমুদ উল্লাহ, জুয়েল, আব্দুল আল ফারুক, ফরিদ আহমেদ, নওয়াব আলী, আব্দুল হক বাচ্চু, জাহাঙ্গীর আলম, হায়দার আলী, হামিদ উল্লাহ, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, নাজমুল হক, ফজল হোসেন।