জাতির পক্ষ থেকে এই লড়াই আমি কখনোই ত্যাগ করবো না : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তার নির্বাচনী টিম একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে,‘সকল ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকান জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে।“
‘এটা কোন একক নির্বাচনের ব্যাপার নয়। এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন,’ বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে “সব বৈধ ভোট গণনা করতে হবে এবং সব অবৈধ ভোট গণনা করা হবে না” বলে যে ‘মূল আদর্শ’ রয়েছে ডেমোক্র্যাটরা তাতে বাধা দান করছে।
‘আপনাদের এবং জাতির পক্ষ হয়ে এই লড়াই আমি কখনই ত্যাগ করবো না।’
ট্রাম্প বার বার করে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের পের যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে তা সবই ‘অবৈধ’। তবে যেসব ব্যালট পত্রের ওপর (ভোটের দিন) ৩রা নভেম্বরের সিল রয়েছে সেগুলো গণনা করা হবে। সূত্র : বিবিসি