জঙ্গিবাদ দমনে রোল মডেল বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

December 10 2019, 11:03

জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে রোল মডেল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এটি রোধ করতে বলেছেন এবং তারা সফলভাবে এটি করেছে,’ বলেন তিনি।

রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী সবাইকে জঙ্গিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সূত্র : ইউএনবি