ছয় বছর পর বিগ ব্যাশ লিগে স্টার্ক
ছয় বছর পর আবার বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গতবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সের সঙ্গে চুক্তি করেছেন তিনি। আর ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো যোগ দিয়েছেন মেলবোর্ন স্টার্সের সঙ্গে।
২০১১-১২ মৌসুমে বিবিএলে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল সিডনি, ওইবার দলটির জার্সি পরেছিলেন স্টার্ক। ২০১৪ সালে আবারও ক্লাবটির সঙ্গে খেলেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থাকায় মাত্র ১০ ম্যাচ খেলেছিলেন। এবারও খুব বেশি ম্যাচ খেলা হবে না তার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তিনটি লিগ ম্যাচ ও প্লে-অফে দেখা যেতে পারে তাকে। ১৯ জানুয়ারি শেষ হবে ভারত সিরিজ, সিডনি ২২ জানুয়ারি তাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারের বিপক্ষে খেলবে।
স্টার্কের স্ত্রী ও তারকা ক্রিকেটার অ্যালিসা হিলিও খেলেন সিডনি সিক্সার্সে। পুরোনো ক্লাবে ফিরতে পেরে তাই উচ্ছ্বসিত ১৭.৭৮ গড়ে ১৪২ টি-টোয়েন্টি উইকেটের মালিক, ‘বিবিএলের প্রথম মৌসুম শুরু করেছিলাম সিক্সার্সে এবং আমার স্ত্রী অ্যালিসাও সিক্সার্সের সঙ্গে জড়িত, তাই এই ক্লাবের সঙ্গে থাকতে পারা দারুণ। গত বছর স্টিভ স্মিথ ও জশ হ্যাজেলউডের খেলা দেখেছি এবং এখনও তারা আছে। সব মিলিয়ে আবার সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম।’
সিডনির কোচ গ্রেগ শিপার্ড বলেছেন, ‘একজন বিশ্বমানের টি-টোয়েন্টি ফাস্ট বোলার সে, প্রভাবশালী খেলোয়াড়। অন্য ফরম্যাটেও সে সমান দক্ষ।’
ইংল্যান্ডের সর্বশেষ খেলোয়াড় হিসেবে বিবিএলে যুক্ত হলেন বেয়ারস্টো। দক্ষিণ আফ্রিকা সফরের পর ক্রিসমাস শেষে যোগ দেবেন তিনি। মেলবোর্নের কোচ ডেভিড হাসি বলেছেন, ‘জনি মেলবোর্ন স্টার্সের সঙ্গে বিবিএলে অভিষিক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি আনন্দিত। প্রায় এক দশক ধরে ইংল্যান্ডের সঙ্গে উচ্চ পর্যায়ে খেলে যাচ্ছে সে এবং ম্যাচে সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা গড়তে সক্ষম।’