ছাগলের কাঁঠাল পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ছাগলে কাঁঠালের চারা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় নিহতের পুত্রবধূ বাদি হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গুইলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না।
মামলার অভিযোগে বলা হয়েছে, উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামে বুধবার সকালে একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে শান্ত মিয়ার (৪৬) দুটি ছাগল আবেদ আলীর কাঁঠাল বাগানে প্রবেশ করে। ছাগল দুটি কাঁঠালের ২৫টি ছোট চারা গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে শান্তদের পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে লাঠির আঘাতে আবেদ আলী (৭০) গুরুতর আহত হন।
আহত আবেদ আলীকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেক। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আবেদ আলীকে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আবেদ আলীর মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।