ছবিগল্প: লিভারপুলের শিরোপা জয়ে সমর্থকদের উল্লাস

June 26 2020, 06:20

সর্বশেষ ১৯৯০ সালে ইংলিশ ফুটবল লিগের শিরোপা জিতেছে লিভারপুল। এরপরে কেটে গেছে ৩০ বছর। ধরা দিচ্ছি দিচ্ছি করেও যেন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসে প্রথম শিরোপাটি ধরা দিচ্ছিল না লিভারপুলের হাতে। অবশেষে ৩০ বছরের অপেক্ষা শেষে এত দুর্দান্ত ভাবে ইপিএলের শিরোপা নিজেদের করে নিলো লিভারপুল, যে তা ইতিহাস হয়ে রইলো। ৭ ম্যাচ হাতে রেখে এর আগে ইপিএলের শিরোপা জেতেনি অন্য কোনো দল। আজকের ছবিগল্পে দেখুন ইপিএলের শিরোপা নিশ্চিতের পর লিভারপুল সমর্থকদের উল্লাস।

চ্যাম্পিয়ন লিভারপুলের পতাকা হাতে ও জার্সি গায়ে সমর্থকের উল্লাস

শিরোপার রেপ্লিকা হাতে উদযাপন করছে লিভারপুল ভক্তরা

সন্তানকে কোলে নিয়ে বাবার প্রিয় দলের শিরোপা উদযাপন

অ্যানফিল্ডের বাইরে সমর্থকদের শিরোপা উদযাপনে ভিড়

আগুনের ফুলকি জ্বালিয়ে আনন্দ ভাগাভাগি করছেন সমর্থকরা