চ্যা‌লেঞ্জ মোকা‌বেলা ক‌রে আ’লীগ এ‌গি‌য়ে যা‌বে : কা‌দের

December 20 2019, 15:18

চ্যালেঞ্জ মোকাবেলা ক‌রে আওয়ামী লীগ এ‌গিয়ে যা‌বে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দল‌টির ২১ তম জাতীয় স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন। তি‌নি বলেন, বাংলাদেশে গত ৪৪বছরের সৎ রাজনৈতিক নাম শেখ হা‌সিনা। সবচেয়ে সাহসী রাজনীতিক এর নাম শেখ হাসিনা।

বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে সফল কূটনৈতিক-এর নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম শেখ হাসিনা। শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে তিনি আমাদের রাষ্ট্রনায়ক। হাসিনা সর্বক্ষণ গে‌গে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারছে।এটাই হচ্ছে বাস্তবতা।

তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন। জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমা‌দের। সে চ্যালেঞ্জ মোকাবেলা ক‌রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগিয়ে যাবে।

এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।

দলটির সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবা হী এই দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।