চুয়াডাঙ্গায় ৫৫ বিদেশফেরত ‘হোম কোয়ারেন্টাইনে’

March 18 2020, 14:58

করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত ৫৫ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। বুধবার দুপুর ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদেরকে নিজ বাড়ীতে ‘কোয়ারেন্টাইন’ করা হয়েছে।

এদের মধ্যে ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছে। ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩৫ জন, আলমডাঙ্গা উপজেলার ১০ জন, দামুড়হুদা উপজেলার ১০ জন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে’ রয়েছেন ২ জন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, বিদেশ ফেরত ব্যক্তিদেরকে তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো কারো শরীরেকরোনার অস্তিত্ব মেলেনি। তবে কোয়ারেন্টাইনরত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। তিনি আরো বলেন, তবে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি।