চুরির অপরাধে কারাগারে পাখি
বিচিত্র জগৎ ডেস্ক: চুরির অপরাধে নেদারল্যান্ডসের পুলিশ গ্রেপ্তার করেছে একটি পাখিকে! রাখা হয়েছে কারাগারেও। দেশটির একটি দোকানে চুরির অভিযোগে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। অভিযুক্তের একটি পোষা পাখি ছিলো। পুলিশের দাবি, চুরির ঘটনায় মালিককে সাহায্য করেছে পাখিটি! তাই ওই পাখিটিকে গ্রেপ্তার করা হয়েছে।
নেদারল্যান্ডসের পুলিশ পাখিটির ছবিসহ ইনস্টাগ্রামে পোস্ট করে। ওই পোস্টে লেখা হয়, আমরা সম্প্রতি দোকানে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি। আরো একজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলো। যে কিনা অভিযুক্তের কাঁধের ওপর বসেছিল। পুলিশ আরো দাবি করেছে, অভিযুক্তের সঙ্গে কথা বলার পরেই কারাগারে ভরা হয়েছে পাখিটিকে। ছবিতে দেখা যাচ্ছে, পাখিটিকে পাউরুটি ও পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য।
এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে গেছে। পশুপ্রেমীরা ঘটনাটির তীব্র নিন্দা করেছেন। তবে এর আগেই পুলিশ চাপে পড়ে অভিযুক্তসহ পাখিটিকে ছেড়ে দিয়েছে। এমটিনিউজ