চীনে সুয়ায়েজ ট্যাঙ্ক ধসে ৯ জনের মৃত্যু

December 04 2019, 12:06

পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশে একটি প্রিন্টিং অ্যান্ড ডায়িং কারখানায় একটি সুয়ায়েজ ট্যাঙ্ক ধসে নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কতৃপক্ষ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।

হেইনিং নগরীতে মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে হেইনিং লংঝু প্রিন্টিং অ্যান্ড ডায়িং কোম্পানি লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিউনিসিপাল কতৃপক্ষের এক মুখপাত্র এ কথা জানান।

তিনি জানান, পাঁচ শ’ জনের বেশি উদ্ধারকর্মী ও ৫০টি উদ্ধার যানবাহন ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এই দুর্ঘটনার তদন্ত চলছে।