চীনে করোনা ভাইরাসে মৃত্যু ৭২২ জনের

February 08 2020, 08:31

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে শনিবারে ৭২২ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি।

এর আগে চীনে শুক্রবারে ৮৬ জনের বেশি মারা গেছেন। যেটা একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। ২০০২-২০০৩ সালে সার্সে ৭৭৪ জন মারা গিয়েছিলেন। এই ভাইরাসে মৃত সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে।

এদিকে ভাইরাস নিয়ন্ত্রণে মূলভূমি থেকে আসা নাগরিকদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে দিয়েছে হংকং। দুই সপ্তাহ তাদেরকে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে হংকং কতৃপক্ষ।

হংকংয়ের বাসিন্দাদের অবশ্যই তাদের বাড়ির অভ্যন্তরে থাকতে হবে। এসময় দর্শনার্থীদের অবশ্যই হোটেল রুমে আলাদা থাকতে হবে বা সরকার পরিচালিত কেন্দ্রগুলোতে যেতে হবে।

এসব বিধি বিধান কেউ অমান্য করলে জেল বা শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে হংকং কতৃপক্ষ।

হংকংয়ে ২৬ জনের করোনাভাইরাস নিশ্চিত হওয়ার খবর পাওয়া গেছে এদের মধ্যে একজন মারা গেছেন।

এছাড়া, চীনের বাইরে বিশ্বের ২৫টি দেশে ২৭০ জনের প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।