চীনের সাথে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত
লাদাখ সীমান্তে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা নিহত হয়েছেন। তিব্বতের এক সংসদ সদস্যের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছেন।চীনা সেনাদের সংঘর্ষে ওই সেনা নিহত হন।
তবে সংঘর্ষে হতাহতের কথা আনুষ্ঠানিকভাবে চীন ও ভারতের পক্ষ থেকে বলা হয়নি।
তিব্বত পার্লামেন্টের সংসদ সদস্য নামঘিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘শনিবার রাতে ‘সংঘর্ষে’ ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা নিহত হয়েছেন। তবে তিনি ওই সেনার নাম পরিচয় জানাননি।
শনিবার রাতে তারপরে সোমবার আবারো লাদাখ অঞ্চলে দু’দেশই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে বলে পরস্পর অভিযোগ করেছে।
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই ভারত ও চীনের মধ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই মাস আগে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনার মৃতু হয়। গার্ডিয়ান