‘চীনের সাথে বাণিজ্য নিয়ে ভয় পাওয়ার কারণ নেই’

February 22 2020, 16:07

করোনারভাইরাসের কারণে চীনর সাথে বাণিজ্য বন্ধের বিষয়ে এখনই কোন ভয় পাওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সন্ধায় রংপুর মহানগরীর নব্দিগঞ্জে অপু মুনশি হিমাগারে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেছেন, এটা সাময়িক সমস্যা। দেশে যারা আছে তাদের কোন সমস্যা নেই। চীন থেকে যারা আসছে তাদের পরীক্ষা নিরীক্ষা করেই ঢোকানো হচ্ছে। এ নিয়ে এখনই ভয় পাওয়ার কোন কারণ নেই। সবাই লক্ষ্য রাখছেন কি হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের নিজেদের পেঁয়াজ বাজারে উঠা মাত্রই পেয়াজের দাম কমে যাবে। আগামী মাসের প্রথম দিকে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। রমজান মাস উপলক্ষে আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে এই মাসে পেঁয়াজের দামের প্রভাব না পড়ে। সে অনুযায়ী টিসিবি ব্যবস্থা নিয়েছে। যাতে কোন সমস্যা না হয়