চিলির দুঃসংবাদে আর্জেন্টিনার সুসংবাদ

June 14 2021, 05:10

বহুল প্রতীক্ষিত কোপা আমেরিকার পর্দা উঠল। প্রথম ম্যাচে খর্বশক্তির ভেনিজুয়েলাকে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় শক্তিশালী চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের শিরোপার লড়াই।

নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল চিলি, যা আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর।

জানা গেছে, অনুশীলনে চোট পেয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। এটি নিঃসন্দেহে মার্টিন লাসার্তের শিষ্যদের জন্য বড় ধাক্কা।

কারণ চিলির গোলমেশিন বলা হয় সানচেজকে। দলটির হয়ে তিনিই সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৩৮ ম্যাচে করেছেন ৪৬ গোল। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেই দুর্দান্ত খেলে গোল পেয়েছিলেন সানচেজ। ফলে চিলির একাদশে এমন একজন খেলোয়াড় না থাকা মানে অনেকটাই নির্ভার মেসির দল আর্জেন্টিনা।

শুধু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচই নয়, গ্রুপপর্বের চার ম্যাচের একটিতেও খেলতে পারবেন না ৩২ বছর বয়সি এ ফরোয়ার্ড।

চিলির পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে— ‘অনুশীলনের সময় চোটে আক্রান্ত হয়েছেন দলের সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ। কোপা আমেরিকার গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার আগে সুস্থ হতে পারছেন না তিনি। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন এ তারকা। চিলি শেষ আটে পৌঁছতে পারলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সানচেজ।’

সে অর্থে গ্রুপপর্বে আর্জেন্টিনার পরে বলিভিয়া, উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষেও খেলতে পারছেন না সানচেজ।