চাকরি নিয়মিত করার দাবিতে মানববন্ধন
চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করার দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে কর্মচারীরা চাকরি নিয়মিত করার আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়ারও দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের বেসরকারি ইউনিয়নের সভাপতি দুলাল সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়েরসহ আরও অনেকে।