চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

October 26 2020, 10:00

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জাকির হোসেন পাবনা শহরের সাখাওয়াত হোশেয়ারি দোকানের স্বত্ত্বাধিকারী।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটির উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে কোনো বিরতি না থাকায় চলন্ত অবস্থায় নামার জন্য প্লাটফর্মের উল্টো দিকে লাফ দেন জাকির হোসেন নামে ওই ব্যবসায়ী। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। দুপুরে নিহতের মরদেহ সিরাজগঞ্জ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।