চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রাম অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারটির (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই পুরুষ।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তারা সবাই হিউম্যান হলারের যাত্রী কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
চুনতী ফরেস্ট অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন।