চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নীমতলা বিশ্বরোড এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দু’জন হলেন মো: আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বন্দর থানা পুলিশ শাহ আলম ভবন নামে একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘বাবা ও মেয়ের গলায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। রক্তমাখা একটি ছোরা পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।’
নিহত আরিফ পেশায় দিনমজুর বলে জানান ওসি সুকান্ত চক্রবর্তী। – ইউএনবি