চট্টগ্রামে চিকিৎসকসহ আরো ১১ জন করোনায় আক্রান্ত

April 15 2020, 05:13

চট্টগ্রামে নতুন করে আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।

মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় মোট ১১৮ জন রোগীর নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রামে ও একজন নোয়াখালীর বাসিন্দা।

চট্টগ্রামে ১১ জনের মধ্যে নগরীর সাগরিকা এলাকায় চারজন, সাতকানিয়ার পাঁচজন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বোয়ালখালীর একজন এবং পাঁচলাইশ আবাসিক এলাকার একজন (চিকিৎসক) রয়েছেন। এ চিকিৎসক বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে জানা গেছে।

এনিয়ে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনাভাইরাসে এক নারী ও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

সূত্র : ইউএনবি