চট্টগ্রামে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

March 19 2020, 06:37

চট্টগ্রাম মহানগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী এলাকায় আনোয়ার জাহিদ তানভীর (৩০) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে দক্ষিণ কাট্টলীর লোহারপোল এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পাহাড়তলী থানার শান্তিবাগ বসুন্ধরা আবাসিক এলাকার জাহিদ সরকারের ছেলে। তিনি পাহাড়তলী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মো. ইসমাইল হোসেন। কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা ও বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

বুধবার রাত ১১টার দিকে বিদ্রোহী প্রার্থী মোরশেদের বাড়ির সামনে তার নির্বাচনী ক্যাম্পে অবস্থানের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইসমাইলের সমর্থকরা হামলা চালিয়ে দুজনকে ছুরিকাঘাত করে। আহত আনোয়ার জাহিদ তানভীর ও মো. জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১টায় জাহিদ তানভীর মারা যায়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, কুপিয়ে আহত করার কারণে অধিক রক্তক্ষরণে তানভীরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতার চৌধুরী অভিযোগ করেন, ‘আমার বাড়ির সামনে কাউন্সিলর প্রার্থী ইসমাইলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার কর্মী তানভীরকে কুপিয়ে এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এ হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী আসলাম হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি অন্য এলাকায় গণসংযোগে ছিলাম। আমার সমর্থকরা তানভীরকে মারেনি। সে আমার দলের লোক।’ সূত্র : ইউএনবি