ঘোড়া দিয়ে জমি চাষ

December 30 2019, 07:15

গরু ও লাঙ্গল দিয়ে চাষাবাদ বিলুপ্ত প্রায়।এখন জনপ্রিয় হয়ে উঠেছে পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ। কারণ এতে অল্প সময়ে অধিক জমি চাষাবাদ করা সম্ভব হয়। তবে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘোড়া দিয়ে জমির চাষ করছেন এক কৃষক।

পৌষের শুরুতে উপজেলার প্রতিটি হাওরে বোরো আবাদের ধুম পড়েছে। গত কয়েকদিন ধরে জমি পরিচর্চা, চাষ ও ধানের চারা রোপন শুরু হয়েছে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে জমি আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। কোথাও জমির মালিক নিজে কোথাও মালিক শ্রমিকদের দিয়ে জমি আবাদ করাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ‘এবার জগন্নাথপুরে বেশি জমি আবাদ করা হচ্ছে। আমরা কৃষকদের জমি আবাদে উৎসাহিত করছি এবং তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা আরো উৎসাহিত হয়ে বেশি জমি আবাদ করছেন।’

চলতি মৌসুমে জগন্নাথপুরে প্রায় ২০ হাজার হেক্টর জমি আবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রকৃতি অনুকূলে থাকলে ৭২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে।’ সূত্র : ইউএনবি।