ঘাম ঝরাতে গিয়ে রক্ত ঝরালেন ‘দ্য রক’
জনপ্রিয় হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। এক সময় রেসলিং রিং দাপিয়ে বেড়ানো এই তারকা ‘দ্য রক’ হিসেবেই ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত।
কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন ডোয়াইন জনসন। এরপর আবারো জিম শুরু করেছেন। কিন্তু সম্প্রতি জিমে ঘাম ঝরাতে গিয়ে রক্ত ঝরিয়েছেন তিনি।
সিমেনার পাশাপাশি ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সামাজিক যোগাযোমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন এই অভিনেতা। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায় তার বাম দিকের ভ্রুর পাশে রক্ত ঝরছে। এই ভিডিওর ক্যাপশনে তিনি জানান, ব্যায়াম শেষে ৫০ পাউন্ডের একটি চেইন বক্সে রাখতে গিয়ে এই আঘাত পেয়েছেন তিনি। এমনকি তার এই ক্ষতে সেলাইও দিতে হয়েছে।
ডোয়াইন জনসনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জুমানিজি: দ্য নেক্সট লেভেল’। বিশ্বের সবেচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রেড নোটিশ’। এছাড়া সুপারহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় দেখা যাবে তাকে।