ঘরে ঝুলছে ছেলের লাশ, মেঝেতে মায়ের

May 09 2020, 10:40

নওগাঁর রাণীনগরে ঘর থেকে মা ও ছেলে লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ দুটি গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ও তার ছেলে আসলাম হোসেনের (৩৫)। শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এটা রহস্যজনক মৃত্যু।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মা ও ছেলের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে ছেলে আসলামের ঝুলন্ত লাশ দেখা যায়। এরপর বাড়ির মধ্যে গিয়ে ঘরের মেঝেতে মায়ের লাশ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, আসলাম হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। বছর খানেক আগে দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে, গলায় দড়ি দেয়া অবস্থায় ছেলের ঝুলন্ত লাশ দেখে মা স্ট্রোক করে মারা গেছেন। তবে ছেলে কেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন- তা এখনো জানা যায়নি।

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।