গৃহবধূকে পেটানো সেই আনোয়ার গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর বিরুদ্ধে করা যৌতুকের মামলা তুলে না নেওয়ায় ধানক্ষেতে ফেলে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি ওই গৃহবধূ ইয়াসমিন আক্তারের স্বামীর মামা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া। তিনি জানান, সোমবার (২২ মার্চ) ভুক্তভোগী গৃহবধূ ইয়াসমিন আক্তারের ভাই মাহবুব আলম বাদী হয়ে ছয়জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ওই দিন রাতে অভিযান চালিয়ে উপজেলার উচাখিলা ইউনিয়ন থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গত ১০ মার্চ বালিহাটা গ্রামে ধানক্ষেতে ফেলে গৃহবধু ইয়াসমিন আক্তারকে লাঠি দিয়ে পেটান আনোয়ার হোসেন, তার স্ত্রী ও ছেলেসহ ছয়জন। সেখান থেকে ইয়াসমিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার ভাই মাহবুব আলম। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১৮ মার্চ ইয়াসমিন জীবনের নিরাপত্তা চেয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে আবেদন করেন।
গৃহবধূকে পেটানোর ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।