গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

October 27 2020, 12:56

রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের মামলায় এক ব‌্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলা দায়েরের ১৩ বছর পর এ রায় হলো। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়া মিয়া আদালতে উপস্থিত ছিলো না।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার দিনমজুর পরিবারের এক কিশোরী প্রতিবেশী নয়া মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। ২০০৭ সালের ১৪ এপ্রিল ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নয়া মিয়া। এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ওই বছরের ২১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানিয়েছেন, জামিনে থাকা অবস্থায় অভিযুক্ত আসামি কিছু দিন আদালতে হাজিরা দিয়েছিল। তবে রায় ঘোষণার দিন সে পলাতক ছিল।