গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

February 23 2020, 07:45

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রোববার সকাল সোয়া ৬টার দিকে যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে। মৃতরা ওই উপজেলার বোডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও মেয়ে আরবী (৯ মাস)।

সালনা হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় গাজীপুর-চন্দ্রা মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সূত্র : বাসস।