গাজীপুরে ঝুটের গুদামে আগুন

February 08 2020, 02:56

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার রাতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন পুরোপুরি নেভাতে ড্যাম্পিংয়ের কাজ করছে তারা।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকায় স্থানীয় মিন্টু মিয়ার একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো গুদামের মালামালে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গুদামে ঝুট ও কেমিক্যালের পরিত্যক্ত ড্রামসহ বিভিন্ন মালামাল রাখা ছিল। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, ডিবিএল ও জয়দেবপুর স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।