গাজীপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

January 27 2020, 11:17

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে শ্রীপুর উপজেলার দক্ষিণ বারতোপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, দক্ষিণ বারতোপা মহিলা সমিতি থেকে উত্তোলিত কিস্তির টাকা সংগ্রহ শেষে কেন্দ্রে ফেরার পথে ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানকে (৪০) কুপিয়ে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাতরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারী হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত থানায় আসেনি।