গাজীপুরে কাবিখার ১৭ টন গমসহ আটক ২

June 27 2020, 15:37

গাজীপুরে নাওজোড় এলাকা থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ১৭ টন গমসহ দুই কালোবাজারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৭ জুন) রাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তর রুনসি এলাকার শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) এবং টাঙ্গাইলের ভুয়াপুর থানার চর কয়ড়া এলাকার হাফিজুর রহমান (১৮)।

র‌্যাব জানায়, সকালে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় নিয়মিত ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারে, কালোবাজারিরা কাবিখার গম কালীগঞ্জ খাদ্যগুদাম থেকে ট্রাকে করে বিক্রির জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। পরে সকাল সোয়া ১০টার দিকে ওই ক্যাম্পের একটি আভিযানিক দল নাওজোড় বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকে ভর্তি ৩৪০ বস্তা সরকারি গম (ওজন ১৭ টন) উদ্ধার করা হয়। এছাড়া দুই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পর যোগসাজসে কাবিখার ৩৪০ বস্তা গম টাঙ্গাইল নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন।