গাজীপুরে একজন করোনায় আক্রান্ত

March 18 2020, 07:33

গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন।

গাজীপুরে সিভিল সার্জন খায়রুজ্জামান জানাচ্ছেন, গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন।

তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন।

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন।

এনিয়ে দেশে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। বিবিসি।