গলায় ওড়না পেঁচানো নববধূ স্মৃতির লাশ

October 26 2019, 18:12

গাজীপুরে স্বামীর বাড়ি থেকে শনিবার দুপুরে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম স্মৃতি আক্তার (২০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িরামপুর এলাকার আব্দুল হানিফের মেয়ে।

জয়দেবপুর থানার এসআই মো. বাছেদ মিয়া জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে স্থানীয় পোশাক শ্রমিক মো. রফিকুল ইসলামের (২৫) সঙ্গে প্রায় ৫/৬ মাস আগে স্মৃতির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক নানা বিষয়াদি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।

গত কিছুদিন ধরে কারখানা থেকে বাসায় ফিরতে দেরী হওয়ায় অন্য নারীর সঙ্গে পরকীয়া সন্দেহে স্বামীর সঙ্গে স্মৃতি প্রায় প্রতিদিনই ঝগড়া বিবাদ করতো। প্রতিদিনের মতো শনিবার সকালে স্ত্রীকে বাসায় রেখে রফিকুল কর্মস্থলে যায়। এরপর সকাল গড়িয়ে প্রায় দুপুর হলেও ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন স্মৃতিকে ডাকাডাকি করতে থাকে। তারা সাড়া না পেয়ে ঘরে ঢুকে ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচানো স্মৃতির লাশ ঝুলতে দেখেন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্মৃতিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে।