গফরগাঁওয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকার

February 09 2020, 13:50

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী ইসমাইল হোসেনের (১৯) বিরুদ্ধে।

উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মীরাপাড়া গ্রামে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

ইসমাইল ওই গ্রামের শাহিদ মিয়ার ছেলে।

যৌন নির্যাতনের শিকার চরমছলন্দ কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ওই শিক্ষার্থীর দাদা বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে রাতেই গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, ওই শিশুটি ওইদিন সন্ধ্যায় স্থানীয় কাচারিপাড়া বাজার থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তায় একা পেয়ে ইসমাইল হোসেন একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। শিক্ষার্থীর ডাক চিৎকারে পথচারীরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থা শিশুটিকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জানান, ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।